এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),০৭ জুন : কয়লা লুটে বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ । পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো দুষ্কৃতীদল । সোমবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার সোনারপুর বাজারির সিএসপি সাইড এলাকায় । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,সোনারপুর বাজারির সিএসপি ওয়াগেন থেকে কয়লা লুট করছিল দুষ্কৃতীরা । খবর পেয়ে সিআইএসএফ ঘটনাস্থলে যায় । অভিযোগ, সেই সময় সিআইএসএফ বাহিনীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা । ভাঙচুর চালানো হয় গাড়িতে । এক সিআইএসএফ কর্মী আহত হন । তাঁকে ইসিএলের কাল্লা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । পরে পাণ্ডবেশ্বর থানা থেকে বিশাল পুলিশবাহিনী যায় । তখন পুলিশের উপরেই হামলা করে দেয় বেপরোয়া দুষ্কৃতীদল । শেষে কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
মঙ্গলবার ইসিএলের পক্ষ থেকে এনিয়ে পাণ্ডবেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । তবে এদিন সন্ধ্যা পর্যন্ত গ্রেফতারের কোনো খবর । স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাজনৈতিক নেতাদের মদতে ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে আসানসোল,দুর্গাপুর,রানিগঞ্জ অঞ্চলের কয়লা চুরির চক্র । তাঁরা প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও ।।