এইদিন ওয়েবডেস্ক,আবুজা,০৬ জুন : মুসলিম কট্টপন্থার সমস্ত সীমা অতিক্রম করেছে নাইজেরিয়া । মুসলিম ধর্মগুরুর সাথে তর্কাতর্কি করার অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগ তোলে কট্টরপন্থী মুসলিমরা । তারপর শতাধিক লোকজন তাঁকে ঘিরে ধরে পিটিয়ে মারার পর তাঁকে জ্বালিয়ে দেয় ধর্মোন্মাদের দল । ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুন) বিকেলে রাজধানী শহর আবুজার (Abuja) ফেডারেল হাউজিং লুগবে (Federal Housing Lugbe) এলাকায় । রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে,হতভাগ্য ওই ব্যক্তিটির নাম আহমদ উসমান (Ahmad Usman) ।
আবুজার পুলিশের মুখপাত্র জোসেফাইন আদেহ (Josephine Adeh) বলেছেন,’আহমদ উসমানের (Ahmad Usman) সঙ্গে একজন অজ্ঞাত ধর্মগুরুর সঙ্গে তর্কাতর্কি হয়েছিল । যা হিংসাত্মক রূপ ধারণ করে । ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগ তোলা হয় । তারপর দুই শতাধিক লোকজন জড়ো হয়ে আহমদ উসমানকে হত্যার পর আগুন ধরিয়ে দেয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।’
সামকেলিফ ননি (samklef noni) নামে এক টুইটার ইউজার্স পুড়িয়ে মারার একটি ভিডিও টুইটারে শেয়ার করে লিখেছেন,’নাইজেরিয়া শেষ হয়ে গেছে । দেখুন তারা কি দানব তৈরি করেছে । আজ বিকেলে জনতা আবুজার ফেডারেল হাউজিং লুগবেতে ধর্মনিন্দার জন্য একজন লোককে হত্যা করেছে এবং তাকে পুড়িয়ে ছাই করেছে ।’।