এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জুন : দু’দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ রবিবার রাতে কলকাতায় দলীয় কার্যালয়ে এনিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি জানান,মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় আসবেন দলের সর্বভারতীয় সভাপতি । পরের দিন তিনি সাংগঠনিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে । সর্বভারতীয় সভাপতির এই সফরে দলের মনোবল বাড়িয়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন । সুকান্ত মজুমদার বলেন,’একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া তৃণমূল কংগ্রেস সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে । এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধকে আরও জোরদার করার দিশা দেখাতে সর্বভারতীয় সভাপতি এরাজ্যে আসছেন, এতে আমরা খুশি ।’
প্রসঙ্গত,বিধানসভা নির্বাচনের রাজ্য বিজেপিতে একের পর এক ধ্বস নামে । সাম্প্রতিক কালে সাংসদ অর্জুন সিং,তার আগে জয়প্রকাশ মজুমদার ও বাবুল সুপ্রিয়ের মত নেতারা বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূল কংগ্রেস শিবিরে নাম লিখিয়েছে । তার উপর রয়েছে দলের রাজ্য নেতৃত্বের প্রতি দিলীপ ঘোষের একের পর এক কটাক্ষ । ফলে এক কথায় চরম অস্বস্তিতে রয়েছে রাজ্যের গেরুয়া শিবির । সুত্রের খবর,বুধবার রাজ্য ইউনিটের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন জে পি নাড্ডা ৷ এখন আগামী লোকসভা নির্বাচনের আগে তিনি এরাজ্যে বিজেপিকে কতটা চাঙ্গা করতে পারেন সেটাই দেখার । অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফরকে বিশেষ আমল দিতে চায়নি তৃণমূল কংগ্রেস ।।