এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ জানুয়ারী : কাটোয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লি এলাকায় একটি বাড়ি নির্মাণের জন্য মেশিন দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল । সেই সময় আশপাশের বাড়িগুলিতে ফাটল দেখা দেয় । বুধবার এনিয়ে ঠিকাদার সংস্থার লোকজনদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে । শেষে পুরসভার তরফ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্রপল্লি এলাকায় জনৈক সুপ্রিম ভাওয়াল নামে এক ব্যক্তির কিছুটা জায়গা রয়েছে । ওই জায়গার উপর গৃহনির্মাণের উদ্দেশ্যে কয়েকদিন ধরে মাটি খোঁড়ার কাজ চলছে । একটি ঠিকাদার সংস্থাকে ওই কাজ দেওয়া হয়েছে।
জানা গেছে, ওই সংস্থার লোকজন এদিন সকাল থেকে জেসিবি মেশিন দিয়ে মাটি খোঁড়ার শুরু করলে আশপাশের বাড়িগুলির গায়ে ধস নামতে শুরু করে । তারপরেই ওই সমস্ত বাড়ির লোকজন গিয়ে মেশিন দিয়ে মাটি কাটা নিয়ে আপত্তি করেন । এর ফলে সংস্থার লোকজনের সঙ্গে স্থানীয়দের বচসা বেধে যায় । এমনকি ধস্তাধস্তিও শুরু হয়ে যায় । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ।
স্থানীয় বাসিন্দা বাসন্তী চক্রবর্তী,রীতা রায়েরা বলেন, ” মাটি কাটার মেশিনে প্রচন্ড কম্পন হচ্ছে । ফলে আমাদের বাড়িগুলির দেওয়ালের পাশে ধস নামছে । এমনকি একাধিক বাড়ির সীমানা প্রাচীরও ভেঙে গেছে । তাই এদিন আমরা ওই ব্যক্তিকে মেশিন ব্যবহার করতে নিষেধ করেছিলাম । সেই নিষেধ না শুনে জেসিবি মেশিন দিয়েই মাটি কাটা হচ্ছিল ।’
অন্যদিকে এনিয়ে জানতে সুপ্রিয় ভাওয়ালকে একাধিকবার ফোন করা হয় । তবে তিনি কল রিসিভ না করায় মতামত জানা যায়নি ।
এদিকে এলাকার বাসিন্দারা এনিয়ে পুলিশ ও পুরসভার দ্বারস্থ হন । তারপর পুরসভার তরফ থেকে ওই ব্যক্তিকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে খবর ।।