এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,০৬ জুন : জম্মু ও কাশ্মীরে হিন্দুদের ‘টার্গেট কিলিং’-এর অন্যতম মাস্টার মাইন্ড তথা হিজবুল মুজাহিদিনের কমান্ডার তালিব হুসেন গ্রেফতার জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের একটি দল । কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আত্মগোপন করেছিল কুখ্যাত এই সন্ত্রাসবাদী । যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । এদিকে অনন্তনাগ জেলায় জঙ্গিদের সাথে সংঘর্ষের সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদিনের কমান্ডার নিসার খান খতম হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের আইজি বিজয় কুমার ।
জানা গেছে,তালিব হুসেন জম্মুর কিশতওয়ার জেলার নাগসেনি তহসিলের রাশগওয়ারির বাসিন্দা । গুর্জর উপজাতির অন্তর্গত এই জঙ্গি ৫ সন্তানের জনক । ২০১৬ সালে সে হিজবুল মুজাহিদিনে যোগ দেয় । কিশতওয়ারের অন্যান্য সন্ত্রাসীদের সাথে সে সক্রিয় ছিল । নতুন নতুন যুবকদের সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করতে এবং তাদের নিজের সংগঠনে যোগ দেওয়াতে বড় ভূমিকা ছিল তালিব হুসেনের । নিরাপত্তা বাহিনীর হিট লিস্টে থাকার পরেও দীর্ঘতম সময় বেঁচে থাকার রেকর্ড রয়েছে কুখ্যাত এই সন্ত্রাসবাদীর।
জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং তালিবের গ্রেপ্তারিকে একটি বড় সাফল্য বলে অভিহিত করেছেন । তিনি বলেছেন,’তালিবের কারণে রাজৌরি এবং পুঞ্চে সন্ত্রাসবাদীরা সক্রিয় হয়ে উঠেছে । তাই তালিবের কর্মকাণ্ডে লাগাম টানাটা খুব জরুরি হয়ে উঠেছিল ।’ তিনি আরও জানান, বিগত পাঁচ মাসে উপত্যকায় ৪৭ টি সন্ত্রাসবাদী মডিউল নিষ্ক্রিয় করা হয়েছে । টার্গেট কিলিংয়ে জড়িত সন্ত্রাসবাদিদের শনাক্ত করা হয়েছে । এখন তাদের ধরার প্রক্রিয়া চলছে ।’।