এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৫ জুন : ভারতীয় জনতা পার্টির নেতা ও কেন্দ্র সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হতে চলেছে । জুলাই মাসে তার সদস্যপদ শেষ হবে । আশা করা হয়েছিল উত্তরপ্রদেশের রামপুর লোকসভা আসনের উপনির্বাচনে দল তাকে প্রার্থী করবে, বিজয়ী হওয়ার পরেও তাঁর মন্ত্রীত্বের চেয়ার অব্যাহত থাকবে । কিন্তু রামপুরে টিকিট দেওয়া হয়েছে ধনশ্যাম লোধিকে । তিনি সম্প্রতি সমাজবাদী পার্টি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এবং আজম খানের খুব ঘনিষ্ঠ ছিলেন। এমতাবস্থায় তিনি আজমের বন্ধু-শত্রুদেরও অনেক খবর রাখেন। তাই নকভির পরিবর্তে তাঁকেই বেছে নিয়েছে বিজেপির থিঙ্কট্যাঙ্ক । তাহলে বিজেপির সংখ্যালঘু মুখ মুখতার আব্বাস নকভির রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? উঠছে প্রশ্ন ।
দলীয় সুত্রের খবর, লোকসভা নির্বাচন দেড় বছরের মধ্যে ঘোষণা করা হবে । তাই এত অল্প সময়ের জন্য রামপুরে প্রতিদ্বন্দ্বিতা করার রিক্স নিতে চাননি খোদ মুখতার আব্বাস নকভি । তিনি যদি কোনো কারণে উপনির্বাচনে হেরে যেতেন তাহলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে পড়ে যেত । এদিকে তিনি ছয় মাসের বেশি মন্ত্রিসভায় থাকতে পারবেন না ।
সুত্রের খবর,নরেন্দ্র মোদী নিজেই চাইছেন তাঁর মন্ত্রীসভায় থাকুন মুখতার আব্বাস নকভি । কারন মোদী সরকারের একমাত্র মুসলিম মন্ত্রী মুখতার আব্বাস নকভি । তিনি তিনজন রাজ্যসভার সদস্যের মধ্যে একজন যারা বিজেপিতে মুসলমানদের প্রতিনিধিত্ব করেন। কিন্তু একসঙ্গে তিনজনের মেয়াদ শেষ হচ্ছে । তাদের কাউকেই আবার রাজ্যসভায় পাঠানো হচ্ছে না। এমন পরিস্থিতিতে মুখতার আব্বাস নকভিকে যে কোনো রকমভাবে রাজ্যসভায় ধরে রাখতে চাইছে মোদী সরকার ।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরার রাজ্যসভা আসনটি মুখতার আব্বাস নকভির জন্য বেশ উপযুক্ত হতে পারে। সম্প্রতি মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ায় এই আসনটি খালি রয়েছে । এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ হন তিনি । তাঁর মেয়াদের পুরো সময় বাকি। এদিকে ত্রিপুরার রাজ্যসভা নির্বাচন এখনও ঘোষণা করা হয়নি । জুলাই পর্যন্ত, মুখতার আব্বাস নকভি নিজে রাজ্যসভার সাংসদ। এর পরেও, তিনি কোনও সংসদের সদস্য না হয়ে পরবর্তী ৬ মাস কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারেন। অর্থাৎ আগামী ৭ মাসের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর পদ তাঁর হাতে রয়েছে । এরই মধ্যে তিনি ত্রিপুরা রাজ্যসভার আসন থেকে নির্বাচিত হয়ে আবার রাজ্যসভায় পৌঁছতে পারেন ।
যদি তা না হয় তাহলে কৌশলগত চিন্তাভাবনার ভিত্তিতে নকভিকে অন্য কোনও দায়িত্ব দিতে পারে বিজেপি । মুখতারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দল তাকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারে । এভাবে তাকে বিজেপির সংখ্যালঘু মুখ হিসেবে প্রচার করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির ।
প্রসঙ্গত,বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি ১৯৯৮,১৯৯৯ এবং ২০০৯ এই তিনবার রাজ্যসভার সদস্য হয়েছেন । কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময় তাঁকে কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হয়েছিল । বর্তমানে তিনি নরেন্দ্রী মোদি সরকারের মন্ত্রীসভায় রয়েছেন ।।