এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৫ জুন : ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে বারবার মিথ্যা প্রচার চালায় আমেরিকা । কিন্তু জো বাইডেনের নিজের দেশেই বিগত কয়েক দিন ধরে ঘটে চলেছে একের পর এক বন্দুক হামলা । সাধারণ মানুষসহ হামলার শিকার হয়েছে বহু শিশু । আর এই সমস্ত হামলার নেপথ্যে আছে বর্ণবাদী মানসিকতা । দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক এই ভাবনাকে চাপা দিতে এবার অদ্ভুত এক ব্যাখ্যা দিয়েছে মার্কিন পুলিশ । তাদের বক্তব্য, তীব্র গরম পরেছে । গরমের কারনে অপরাধীদের মাথা গরম হয়ে যায়। তাই তারা এই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলেছে । শনিবার প্রকাশিত এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে । কিন্তু সাম্প্রদায়িক চিন্তাভাবনাকে চাপা দিতে মার্কিন পুলিশের এই ব্যাখ্যাকে হাস্যকর বলে মনে করছেন সাধারণ মানুষ । কারন আমেরিকায় যতগুলি বন্ধুক হামলার ঘটনা ঘটেছে তাতে খুনিরা কেউই পেশাদার অপরাধী ছিল না বলে জানা গেছে ।
প্রসঙ্গত,যুক্তরাষ্ট্রে বর্ণবাদের শুরু ষোড়শ শতকে৷ সেই সময় কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের দাস হিসেবে ব্যবহারের জন্য অ্যামেরিকায় নিয়ে যাওয়া শুরু হয়েছিল ৷ তখন প্রায় এক কোটি ২০ লাখ কৃষ্ণাঙ্গ আফ্রিকানকে দাস হিসেবে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়৷
ওহাইও স্টেট ইউনিভার্সিটির ইতিহাসের প্রাক্তন অধ্যাপক রবার্ট ডেভিসের মতে, ১৫শ’ থেকে ১৮শ’ শতকের মধ্যে দশ লাখের বেশি মুসলমানকে ইউরোপে দাস হিসেবে ব্যবহার করা হয়৷ একই সময়ে উত্তর আফ্রিকা এবং তুরস্ক, মিশর ও পশ্চিম এশিয়ায় প্রায় ২০ লাখ খ্রিস্টানকে দাস করা হয়েছিল৷ অধ্যাপক ডেভিস বলছেন, ঐ সময়টাতে বিভিন্ন যুদ্ধে পরাজিতদের দাস করা হতো ৷ অষ্টম শতকে উত্তর আফ্রিকার মুররা স্পেন ও পর্তুগালের একটি অংশ দখল করার পর শ্বেতাঙ্গ খ্রিস্টানদের দাস হিসেবে ব্যবহার শুরু করে ৷ ১৫’শ শতকে ইউরোপ থেকে বিতাড়িত হওয়ার আগে পর্যন্ত সেই রীতি চালু ছিল ৷
ফলে নিজেদের উদারপন্থী বলে ঘোষণা করা মার্কিন শেতাঙ্গদের মজ্জায় রয়েছে বর্ণবাদী মানসিকতা । কারন আমেরিকায় কৃষ্ণাঙ্গদের সামাজিক অবস্থান শ্বেতাঙ্গদের ধারেকাছেও নেই ৷ শ্বেতাঙ্গ পরিবারে জন্ম নেয়া শিশুটি শুরু থেকেই কৃষ্ণাঙ্গদের কম সামাজিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে দেখছে ৷ কৃষ্ণাঙ্গদের সঙ্গে তাদের বাবা-মায়ের আচরণও দেখছে । ফলে শ্বেতাঙ্গ শিশু জন্ম থেকেই কৃষ্ণাঙ্গদের হীন মনে করতে শেখে । আর এইভাবে বংশানুক্রমিকভাবে বর্ণবাদী মানসিকতা টিকে রয়েছে আমেরিকায় । বিশ্বের সুপার পাওয়ার বলে নিজেকে বড়াই করা আমেরিকা আজও বর্ণবাদী মানসিকতা থেকে বেড়িয়ে আসতে পারেনি । এখনও
প্রায়ই কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের হামলার খবর পাওয়া যায় । এমনকি সাম্প্রদায়িক মানসিকতা দোষে দুষ্ট শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের বেঘোরে প্রাণ চলে যাওয়ারও ঘটনা ঘটেছে ।
এমনই এক বর্ণবাদী হিংসার বলি হন আমেরিকার বাফেলো সুপারমার্কেটে (Buffalo supermarket) ১০ জন কৃষ্ণাঙ্গ নাগরিক । অভিযুক্ত ছিল ১৮ বছরের পেটন গেনড্রন (Payton Gendron) নামে এক কিশোর । বুধবার তাকে দোষী সব্যস্ত করেছে আমেরিকার এরি কাউন্টি আদালত (Erie County Court) । বৃহস্পতিবার তার সাজা ঘোষণা হয় । ওই যুবকের বিরুদ্ধে বর্ণবাদী হিংসার অভিযোগ রয়েছে । আর এই মানসিকতাকে ধামাচাপা দিতে এখন নির্লজ্জভাবে প্রকৃতিকে দায়ি করছে জো বাইডেন প্রশাসন ।।