এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৫ জুন : শনিবার রাতে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল । বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে । পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে খবর ।হতাহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় । আহত অন্তত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত ।
জানা গেছে,সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে রয়েছে বিএম কন্টেইনার ডিপো । শনিবার রাত ১১টার দিকে ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে বিস্ফোরণ হয় । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে যায় । মুহুর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে ডিপোটি । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট । তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পাশাপাশি আসে সীতাকুণ্ড থানার পুলিশ । পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে হতাহতদের উদ্ধার করে ।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিস্ফোরণে কনস্টেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।’ এছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান ।
এদিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে । আগুন কিছুটা নিভে আসার পর ফের কন্টেইনার ডিপোর ভেতরে নতুন করে বিস্ফোরণ ঘটছে । ফলে ফের আগুন ছড়িয়ে পড়ছে । রবিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর ।।