এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৪ জুন : মাত্রাতিরিক্ত কীটনাশকের কারনে ভারতের চা ফেরত পাঠাল একাধিক দেশ । শুক্রবার ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (আইটিইএ) চেয়ারম্যান অংশুমান কানেরিয়া বিষয়টি জানিয়েছেন । শুধু আমদানি করা চা ফেরত পাঠানোই নয়,পাশাপাশি একাধিক চায়ের অর্ডার বাতিল হয়ে গেছে বলে তিনি জানান ।
প্রসঙ্গত,বিশ্বে চা রপ্তানিকারক দেশের তালিকায় শীর্ষে রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নাম । কিন্তু সে দেশের বর্তমান সঙ্কটের জেরে বিশ্বের চায়ের বাজারে বড় ধরনের একটি শূন্যস্থানের সৃষ্টি হয়েছে ৷ আর এই সূযোগটা নিতে চেয়েছিল নরেন্দ্র মোদি সরকার । কিন্তু চা গাছে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারনে সরকারের এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে । ব্যাপক কীটনাশকের ব্যবহারের কারনে কোনো দেশই আর ভারতের চা কিনিতে চাইছে না বলে খবর ।
জানা গেছে, ২০২১ সালে ভারত ১৯ কোটি ৫৯ লাখ কেজি চা রপ্তানি করে আয় করেছিল ৫২৪৭ কোটি টাকা । ইরান ও কমনওয়েলথভুক্ত দেশগুলোই মূলত ভারতের চায়ের মূল ক্রেতা । শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে চলতি বছরে ৩০ কোটি কেজি চা রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছিল মোদি সরকার । কিন্তু বাধ সেধেছে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক প্রয়োগ ৷ কিন্তু এত কীটনাশকের ব্যবহার সত্ত্বেও রপ্তানি হওয়া চা কিভাবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার (এফএসএসএআই) ছাড়পত্র পেলো তা নিয়েও প্রশ্ন উঠছে । প্রশ্ন উঠছে দেশের আভ্যন্তরীণ বাজারে চায়ের মান নিয়েও ।
আইটিইএর চেয়ারম্যান অংশুমান কানোরিয়া বলছেন,’বেশিরভাগ দেশ ইইউ স্ট্যান্ডার্ড অনুসরণ করে, যা ভারতের অভ্যন্তরীণ নিয়মের চেয়ে বেশি কঠোর । এদিকে আইন মেনে চলার পরিবর্তে দেশীয় অনেক চা কোম্পানি ফুড সেফটি অথরিটির গাইডলাইন আরো নমনীয় করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে, যা আমদানিকারক দেশগুলোর কাছে ভুল বার্তা পাঠাবে ।’।