দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ জুন : মাধ্যমিকে ফের মেধাতলিকায় নাম উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পড়ুয়াদের । যুগ্মভাবে মাধ্যমিকে নবম স্থান দখল করেছে আলমপুর হরিমোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৌদীপ ঘোষ ও কাশীরামদাস বিদ্যায়তনের ছাত্র সুরথ ঘোষ । তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫ । মৌদীপের ইচ্ছা ডাক্তারি নিয়ে পড়াশোনা করার । অন্যদিকে সুরথের ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ।
কাটোয়ার আলমপুর গ্রামপঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা দীপক ঘোষ ও পূর্ণিমাদেবীর একমাত্র সন্তান মৌদীপ । দীপকবাবু হোমিও চিকিৎসক । মেধামী মৌদীপ ছোট থেকেই স্কুলে ভালো রেজাল্ট করত । আলমপুর হরিমোহন উচ্চ বিদ্যালয় থেকে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ।
মাধ্যমিকেও সে ভালো ফল করবে সেটা স্কুল ও পরিবারের সকলেই আশা করেছিলেন । শেষ পর্যন্ত মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করল প্রত্যন্ত গ্রামের ওই পড়ুয়া । তার এই সাফল্যে উচ্ছ্বসিত গ্রামবাসী ও স্কুল কর্তৃপক্ষ । আলমপুর হরিমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক বুদ্ধদেব মণ্ডল বলেন, ‘মৌদীপের এত ভালো রেজাল্টে আমরা গর্বিত ।’
অন্যদিকে সুরথ ঘোষের বাড়ি কাটোয়া শহরের কবিরাজপাড়ায় । বাবা সমীর ঘোষ প্রাথমিক স্কুল শিক্ষক । মা যুথিকাদেবীও উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা । বাবা মায়ের একমাত্র সন্তান সুরথ । সমীরবাবু ও যুথিকাদেবী জানিয়েছেন,তাঁদের ছেলে ছোট থেকেই পড়াশোনায় ভালো । মাধ্যমিক পরীক্ষার আগে যথেষ্ট পরিশ্রম করেছে তাঁদের ছেলে । রোজ সারাদিন ১০ -১২ ঘন্টা পড়াশোনা করত । ছেলের ভালো রেজাল্টের বিষয়ে আশাবাদী ছিলেন বলে জানিয়েছেন গর্বিত বাবা-মা । কাশীরামদাস বিদ্যায়তনের প্রধান শিক্ষক কমলকৃষ্ণ দাস বলেন,’এবারের মাধ্যমিকে আমাদের স্কুলের কোনো পরীক্ষার্থী মেধাতলিকায় স্থান পেয়েছে এটা আমাদের কাছে গর্বের বিষয় ।’ স্কুলের তরফ থেকে সুরথ ঘোষকে সংবর্ধনা দেওয়া হবে বলে তিনি জানান ।।