এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ জুন : এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বর্ধমান শহর এলাকার স্কুলগুলির জয়জয়কার। তার পাশাপাশি পূর্ব বর্ধমানের মফস্বল এলাকা ভাতার মাধব পাবলিক হাইস্কুলের ফলাফল যথেষ্ট উল্লেখযোগ্য। ভাতার মাধব পাবলিক হাইস্কুলের দুই মেধাবী ছাত্র রাহুল দাস ও সৌখিন মণ্ডলের ফলাফলে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষকশিক্ষিকা থেকে স্থানীয়রাও। রাহুলের প্রাপ্ত নম্বর ৬৮৩, সৌখিন পেয়েছে ৬৭৫ নম্বর।
রাহুল দাসের বাড়ি ভাতারের বেলেণ্ডা গ্রামে। তার বাবা সুভাষ দাস পেশায় লরিচালক। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। অল্প জমিজমা রয়েছে। ছোট থেকেই অসম্ভব মেধাবী রাহুল। রাহুল বাংলায় পেয়েছে ৯৭, ইংরেজিতে ৯৩, অঙ্কে ১০০, ভৌতবিজ্ঞানে ৯৮, জীবনবিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৭ এবং ভূগোলে ১০০ নম্বর পেয়েছে।
অন্যদিকে ভাতারের বলগোনা বাজারের বাসিন্দা সৌখিন মণ্ডল ভালো ছাত্র হিসাবে এলাকায় পরিচিত। সৌখিন মাধ্যমিকে ভালো ফলাফল করবে এটা আশা ছিল পরিবার থেকে প্রতিবেশীদেরও। পরিবার সূত্রে জানা যায় সৌখিনের বাবা কৌশিকবাবু প্রাণিসম্পদ বিকাশ বিভাগের কর্মী। মা সীমাদেবী গৃহবধূ।সৌখিন পেয়েছে ৬৭৫ নম্বর। তার মধ্যে বাংলায় ৯৪, ইংরেজিতে ৯২, অঙ্কে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৯, জীবনবিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৩ এবং ভূগোলে ৯৯ পেয়েছে সৌখিন। তারও ইচ্ছা চিকিৎসক হওয়ার।
জানা যায় ভাতার মাধব পাবলিক হাইস্কুলে এবছর মোট ১১৯ জন পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে পাশ করেছে ১০৬ জন। শতকরা ৬০ শতাংশের বেশি পেয়েছে ২৩ জন। তাদের মধ্যে রাহুল প্রথম ও সৌখিন দ্বিতীয় স্থানে রয়েছে।
ভাতার মাধব পাবলিক হাইস্কুলের শিক্ষক বিপ্লব হাজরা বলেন,” রাহুল ও সৌখিন বরাবরই স্কুলে প্রথম হত। ভীষণ মেধাবী ওই দুই ছাত্র। আমরা ওদের জন্য গর্বিত ।’।