এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ কন্নড়,০৩ জুন : শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়ের পরেও মুসলিম ছাত্রীদের একাংশ হিজাব পরে কলেজে এসে অশান্তি ছড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ । ওই সমস্ত ছাত্রীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার দুই কলেজ কর্তৃপক্ষ । নিষেধাজ্ঞা সত্ত্বেও হিজাব পড়ে ক্লাসে আসায় ১২ জন ছাত্রীকে সাময়িক বরখাস্ত করেছে উপ্পিননদী (Uppinangady) সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজ । বরখাস্ত হওয়া ছয় ছাত্রীদেরকে সরকারি আদেশ এবং ক্লাসে হিজাব পরা নিষিদ্ধ করার হাইকোর্টের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে । অন্যদিকে হাম্পানকাট্টের কাছে ম্যাঙ্গালুরু ইউনিভার্সিটি কলেজের ১৬ জন হিজাব পরিহিত ছাত্রীকে ক্লাস থেকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
এর আগে বুধবার ম্যাঙ্গালুরু ইউনিভার্সিটি কলেজের ছাত্রীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে হিজাব পরে ক্লাসে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেন । যদিও কমিশনার তাদের সরকারি নিয়ম ও আদালতের নির্দেশ মেনে চলার পরামর্শ দেন । তবে ওই ছাত্রীরা রাজি না হয়ে বৃহস্পতিবার হিজাব পরে কলেজে পৌঁছায় বলে জানা গেছে ।
প্রসঙ্গত,উডুপি প্রি-ইউনিভার্সিটি গভর্নমেন্ট গার্লস কলেজের ৬ ছাত্রীর দ্বারা শুরু করা হিজাব বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছিল । কলেজে হিজাব পরার অনুমতি চেয়ে কর্ণাটক হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিল ওই ছাত্রীরা । কিন্তু তাদের আবেদন খারিজ করে দেয় আদালত । ক্লাসে হিজাবসহ যে কোনো ধর্মীয় প্রতীক পরে ক্লাসে অংশগ্রহণের বিরুদ্ধে রায় দিয়েছিল কর্ণাটক হাইকোর্ট ।।