দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুন : ডাউন কাটিহার এক্সপ্রেসের একটি বগি থেকে ৫ কিশোর কিশোরীকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া আরপিএফ । উদ্ধার হওয়া নাবালক নাবালিকাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে । তাদের প্রত্যেকের বাড়ি মালদা জেলার পুকুরিয়া থানার কুতুবগঞ্জ গ্রামে । বুধবার রাত প্রায় বারোটা নাগাদ কাটিহার এক্সপ্রেস ট্রেনটি কাটোয়া স্টেশনে আসার পর রুটিন চেকিংয়ের সময় তাদের দেখতে পায় আরপিএফ ।
জেরায় আরপিএফ জানতে পেরেছে, দলে থাকা ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে এক অজানা ব্যক্তির মোবাইল ফোনে কথোপকথন হয়েছিল । সে ওই কিশোরীকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়েছিল । অডিশনের জন্য মেয়েটিকে হাওড়ায় যেতে বলা হয়েছিল । এরপর মেয়েটি বাড়িতে কাউকে কিছু না বলে বাকি চার নাবালক-নাবালিকাকে সঙ্গে করে মালদা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল । সালার স্টেশনে তারা বুধবার রাতে তারা কাটিহার এক্সপ্রেসে উঠেছিল । কিন্তু কাটোয়ায় আসার পর সৌভাগ্যক্রমে আরপিএফের নজরে পড়ে যায় । প্রাথমিকভাবে আরপিএফের সন্দেহ তারা কোনও প্রতারণা চক্রের মধ্যে পড়েছিল।
আরপিএফ আইসি ধ্রুতজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাটোয়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেস থেকে ওই পাঁচ নাবালক নাবালিকাকে উদ্ধার করার পর বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছিল । বৃহস্পতিবার তাঁরা কাটোয়ায় আসেন । তবে উদ্ধার হওয়া ৫ কিশোর কিশোরীকে চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়েছে ।’।