দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুন : মাঠে কাজ সেরে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক কৃষকের । মৃতের নাম ভণ্ডুল কীর্তনিয়া (৬২) । তাঁর বাড়ি কাটোয়া থানার সুদপুর গ্রামে । তাঁর সঙ্গে থাকা এক জনমজুরসহ বজ্রপাতের পৃথক দুই ঘটনায় আহত হয়েছে মোট ৩ জন । আহতদের মধ্যে দু’জন মহিলা । আহতদের প্রত্যেকের কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে ।
জানা গেছে,এদিন বিকেল চারটে নাগাদ মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন সুদপুর গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর ভণ্ডুল কীর্তনিয়া ও শতদল হালদার (৫৭) । সেই সময় আকাশ কালো করে মেঘ আসে । সেভাবে বৃষ্টিপাত না হলেও মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে । বজ্রপাতে গুরুতর জখম হন ওই দুই ব্যক্তি । অন্যদিকে প্রায় একই সময়ে কাটোয়া থানার সুদপুরে এবং সুদপুরের পাশে রায়পাড়া গ্রামে পৃথক দুই বজ্রপাতের ঘটনায় ভবানী হালদার(৪২) এবং ঝর্ণা মাজি(৩২) গুরুতর জখম হয় । তাঁদের সকলকে কাটোয়া হাসপাতালে আনা হয় । কিন্তু ভণ্ডুল কীর্তনিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহতদের মধ্যে শতদল হালদারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।।