এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,০২ জুন : জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার সেদোনিতে একটি ব্যক্তিগত গাড়িতে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বিস্ফোরণে আহত হয়েছেন ৩ সেনা জওয়ান । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেটি ভাড়া করা হয়েছিল বলে জানা গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
কাশ্মীরের আইজিপি বিজয় কুমারের জানিয়েছেন, এই বিস্ফোরণটি সম্ভবত গ্রেনেড হামলার কারণে হয়েছে অথবা গাড়ির ভেতরে আগে থেকেই আইইডি রাখা ছিল । গাড়ির ব্যাটারি টেম্পার করা হয়ে থাকতে পারে । বর্তমানে তদন্ত চলছে । বিগত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরে একাধিক টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে । মূলত উপত্যকার হিন্দুদের নিশানা করছে সন্ত্রাসবাদীরা । মঙ্গলবার স্কুলে ঢুকে এক হিন্দু মহিলা শিক্ষককে হত্যা করা হয়েছে । লাগাতার এই ঘটনার জেরে উপত্যকার হিন্দুদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । পাশাপাশি নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা ।।