এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : প্রেমের জন্য অনেক কিছুই অসাধ্যসাধন করে ফেলে মানুষ । এমন অসংখ্য নজির আছে অতীতে । ফের একবার এমনই অসাধ্যসাধন করে দেখালেন বাংলাদেশের বছর বাইশের তরুনী কৃষ্ণা মণ্ডল । সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এবং নদীতে কুমিড়ের ভয় উপেক্ষা করেই শুধুমাত্র প্রেমের টানে ভারতে চলে এলেন তিনি । প্রেমিক রানিয়ার বাসিন্দা অভিক মন্ডলের সঙ্গে কলকাতার কালীঘাট মন্দিরে তাঁর বিয়েও হয় । কিন্তু অবৈধভাবে সীমান্ত পেড়িয়ে ভারতে প্রবেশ করায় নরেন্দ্রপুর থানার পুলিশ কৃষ্ণাকে গ্রেফতার করেছে । তাঁকে নিজের দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ হাইকমিশনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে ।
পুলিশের জেরায় কৃষ্ণা জানিয়েছেন মাস ছয়েক আগে অভিক মন্ডলের সঙ্গে তাঁর ফেসবুকে পরিচয় । ক্রমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক । প্রেমিককে পেতে তিনি ভারতে আসার পরিকল্পনা করেন । কিন্তু পাসপোর্ট নেই । তাই সীমান্ত টপকেই ভারতে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি ।
পুলিশের কাছে ভারতে ঢোকার সেই দুঃসাহসিক মুহুর্তের বর্ণনা দিতে গিয়ে তরুনী জানিয়েছেন, সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়াতে তিনি সুন্দরবনকে বেছে নিয়েছিলেন । গভীর জঙ্গলের মধ্যে কয়েক ঘন্টা হাঁটা পথ । জঙ্গল কিছুটা ফিকে হতেই দেখেন সামনে একটি খরস্রোতা নদী । সাধারনত নদীর মোহানায় কুমিড় থাকে । কিন্তু এদিকে বেলা বয়ে যাচ্ছে । দূর্যাস্তের আগেই পৌঁছাতে হবে ওপাড়ে ৷ তাই আগে পিছু না ভেবে ঝাঁপিয়ে পড়েন নদীতে । তারপর ঘন্টা খানেক ধরে সাঁতরে ওপারে আসেন । শেষে সোজা প্রেমিকের বাড়ি । বিয়ে হয় তাঁদের । কিন্তু সোমবার তরুনীকে গ্রেফতার করে পুলিশ ।।