এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন হল । কলকাতায় একটি কলেজের অনুষ্ঠান করতে এসে মৃত্যু হল সঙ্গীতশিল্পি কৃষ্ণকুমার কুন্নাথ । বিনোদন জগতে তিনি কেকে নামে পরিচিত ছিলেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ আপামর ভারতবাসী ।
মঙ্গলবার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয় কলেজের ফেস্টে এসেছিলেন তিনি ।সন্ধে ৬.৪৫ নাগাদ নজরুল মঞ্চে প্রবেশ করেন তিনি । নজরুল মঞ্চে শো চলাকালীন-ই হঠাত্ অসুস্থ হয়ে পড়েন কেকে । তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । বুধবার সঙ্গীতশিল্পীর দুই ছেলে-মেয়ে ও স্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন ।
কৃষ্ণকুমার কুন্নাথ ১৯৬৮ সালের ২৩ আগস্ট নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন কৃষ্ণকুমার কুন্নাথ । কিংবদন্তি গায়ক কিশোর কুমার তাঁর অনুপ্রেরণা ছিল । দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার আগে থেকেই সঙ্গীত চর্চা ও বিভিন্ন অনুষ্ঠান করতে থাকেন ৷ পরে বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মারাঠি একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন কেকে ।
২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার এবং ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান । প্রতিভাবান এই শিল্পির মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘কেকে নামে খ্যাত বিশিষ্ট গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের অকাল মৃত্যুতে শোকাহত । তাঁর গান সমস্ত বয়সের মানুষের হৃদয় স্পর্শ করেছে । তাঁর গানের মাধ্যমে আমরা তাঁকে সবসময় মনে রাখব । তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা । ওম শান্তি ।’।