এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,৩১ মে : জম্মু কাশ্মীরে সন্ত্রাসীবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী । দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরার (Awantipora) রাজপুরা এলাকায় এনকাউন্টারে খতম হল দুই জইশ-ই-মহম্মদ আতঙ্কবাদী । পুলিশ জানিয়েছে, নিহত দুই সন্ত্রাসবাদীর নাম শহিদ রাথার (Shahid Rather) এবং জেলার উমর ইউসুফ (Umar Yousuf) । দু’জনেই স্থানীয় সন্ত্রাসবাদী বলে চিহ্নিত । প্রথম জন দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকার বাসিন্দা । দ্বিতীয় জনের বাড়ি দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে ।
মৃত দুই সন্ত্রাসবাদী আরিপালের(Aripal) বাসিন্দা শাকিলা (Shakeela) নামে এক মহিলা এবং লুরগাম ত্রালের(Lurgam Tral) বাসিন্দা জাভিদ আহমেদকে (Javid Ahmed) নামে একজন সরকারি কর্মচারীকে (পিয়ন) হত্যার সাথে জড়িত ছিল বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার । নিহত দুই সন্ত্রাসবাদীর কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেলসহ অপরাধমূলক উপকরণ উদ্ধার করা হয়েছে বলে জানান আইজিপি ।
পুলিশ সুত্রে খবর,চলতি বছরে উপত্যকায় মোট ৫৫ টি এনকাউন্টার হয়েছে । খতম হয়েছে ৮৮ জন সন্ত্রাসীবাদী । তাদের মধ্যে ২৬ জন পাকিস্থানি । এযাবৎ মোট ২২৭ জন জঙ্গি গ্রেফতার হয়েছে উপত্যকায় । সন্ত্রাসবাদীদের হামলার মোট ৩০ জন প্রাণ হারিয়েছেন । তার মধ্যে ১৬ জন নিরাপত্তা কর্মী এবং বাকি সাধারন মানুষ ।।