দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ মে : বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে রাস্তার আশেপাশে শুয়ে কাতরাচ্ছিল দুই পথ কুকুর শাবক । সোমবার স্থানীয় কয়েকজন যুবকের নজরে পড়ে যায় । শেষে পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুরের সাহাপাড়ার বাসিন্দা আমির সেখ, ঈশান, সাহিন ও বিল্লালের উদ্যোগে চিকিৎসা হল ওই দুই কুকুর শাবকের । স্থানীয় ওই যুবকদের মানবিকতায় আপ্লুত এলাকার বাসিন্দারা ।
মুরাতিপুরের সাহাপাড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী আমির সেখের পশুপ্রেমী হিসাবে এলাকায় পরিচিতি আছে । ইতিপূর্বে একাধিকবার অসুস্থ বা দূর্ঘটনায় জখম পথ কুকুরদের নিজের খরচে চিকিৎসা করিয়েছেন বছর পৈঁত্রিশের ওই যুবক । জানা গেছে, একটি লাল ও একটি কালো রঙের কুকুর শাবক দিন কুড়ি ধরে অসুস্থ অবস্থায় মুরাতিপুরে বলগোনা-গুসকরা সড়ক পথের আশেপাশে ঘোরাঘুরি করছিল । এদিন ঈশান, সাহিন ও বিল্লালের নজরে পড়ে যায় কুকুর দুটি । তারা খবর দেন আমির সেখকে । এরপর আমির সেখ তড়িঘড়ি স্থানীয় এক পশু চিকিৎসককে ডেকে এনে কুকুর দুটির চিকিৎসা করান । নিজের খরচে ওষুধ ও খাবার কিনে আনেন।’
সেখ আমির জানিয়েছেন,চিকিৎসক জানিয়েছেন ঠিকমত পরিচর্যা পেলে দু’তিন দিনের মধ্যে কুকুরগুলি সুস্থ হয়ে উঠবে । পাড়ার যুবকরাই অসুস্থ কুকুর দুটির দেখভাল করছে বলে তিনি জানান ।
কালীপাহাড়ি গ্রামের বাসিন্দা পেশায় প্রাণী চিকিৎসক প্রশান্ত কুমার ধাড়া বলেন, ‘সেখ আমিরকে আমরা সকলে পশুপ্রেমী হিসাবেই জানি । ইতিপূর্বে একাধিক বার দূর্ঘটনায় আহত পথ কুকুরকে তুলে এনে নিজ দায়িত্বে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলেছে । এদিনও ওনার ডাকেই দুই কুকুর শাবকের চিকিৎসা করতে মুরাতিপুরে এসেছি ।’ তিনি বলেন, ‘তবে শুধু কুকুরই নয়,সমস্ত ধরনের পশুর ক্ষেত্রেই আমিরকে যত্ন নিতে দেখা গিয়েছে । তাই যখনই উনি আমায় ডাকেন তখনই আমি ছুটে আসি । ওই যুবকের এই ধরনের মানসিকতা সত্যই প্রশংসনীয় ।’।