এইদিন ওয়েবডেস্ক,কাছাড়(আসাম),৩০ মে : আসামের কাছাড় জেলার সদর শহর শিলচর থেকে ২৬ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ । ওই দলে ৮ জন মহিলা, ৬ পুরুষ এবং ১২ জন শিশু রয়েছে । প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে মিয়ানমারে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দখলের পর তারা গোপনে দেশ ছেড়ে জম্মু-কাশ্মীরে পৌঁছেছিল ।এতদিন সেখানেই ছিল দলটি । শনিবার জম্মু থেকে ট্রেনে করে গুয়াহাটির কামাখ্যা স্টেশনে আসে । রবিবার ভোররাতে দুটি ইনোভা গাড়িতে করে তারা শিলচর পৌঁছোয় । আর তারপরেই পুলিশ তাদের গ্রেফতার করে । তবে দলটির শিলচরে আসার কারণ স্পষ্ট নয় । কাছাড় জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর বলেন, ‘বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে । আমরা বিষয়টি তদন্ত করছি ।’
প্রসঙ্গত,বছর পাঁচেক আগে মিয়ানমারে এক মিলিয়ন রোহিঙ্গা ছিল । কিন্তু মিয়ানমারে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যাওয়ার পর তারা লুকিয়ে দেশ ছেড়ে বাংলাদেশ ও ভারতে প্রবেশ করে অবৈধভাবে বসবাস শুরু করে । তাদের বেশিরভাগই মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাস করত । তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে । নিজেদের আরব বংশদ্ভুত বলে মনে করে রোহিঙ্গারা ।।