এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,৩০ মে : প্রাণের ভয়ে পালিয়ে আসা আফগান শিল্পীদের গ্রেফতার করে তালিবানের হাতে তুলে দিচ্ছে পাকিস্তান । এমনই বেশ কিছু আফগান শিল্পীকে গ্রেফতার করে শনিবার স্থানীয় আদালতে তুলেছিল পাকিস্থানের পেশোয়ার পুলিশ । নাদিম শাহ, নাভিদুল্লাহ, সাইদুল্লাহ ও আজমল নামে ওই সমস্ত শিল্পিদের তিন দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে । এখন তাঁদের তালিবানের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্থান প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলেছে পেশোয়ার-ভিত্তিক বেসরকারি শিল্পী সমিতি । এনিয়ে সংগঠনের তরফ থেকে প্রতিবাদও জানানো হয়েছে ।
পেশোয়ারের সংগীতশিল্পীদের সংগঠন দ্য আর্টিস্ট অ্যাসোসিয়েশন,আফগান শিল্পীদের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে এবং সোমবার পেশোয়ার প্রেসক্লাবের সামনে বিক্ষোভও দেখায় । শিল্পীরা তাদের ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানিস্তানে গানের উপর নিষেধাজ্ঞার পরে,অসহায় আফগান শিল্পীরা তাদের জীবন বাঁচানোর তাগিদে এখানে (পেশোয়ারে) এসেছিল । কিন্তু এখন তাঁরা পেশোয়ার পুলিশের মাথাব্যথা হয়ে উঠেছে ।’ শিল্প সম্প্রদায় বলছে, পেশোয়ারে গ্রেফতারকৃত আফগান শিল্পীদের এখন তালেবান সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ।
গত বছরের ৯ আগস্ট তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে শত শত সঙ্গীতশিল্পী ও অনান্য শিল্পী প্রাণের ভয়ে আফগানিস্থান থেকে পালিয়ে গেছে এবং অনেকেই পাকিস্তান ও অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে । যদিও তালিবান সরকার এখনও প্রকাশ্যে আফগানিস্তানে সঙ্গীতের উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেনি । কিন্তু তালিবানি বাহিনীকে শিল্পিদের বাদ্যযন্ত্র ভেঙে দিতে ও শিল্পিদের চুড়ান্ত হেনস্থা করতে দেখা গেছে ।।