এইদিন ওয়েবডেস্ক,৩০ মে : নিজেদের ফিলিস্তিনের সবচেয়ে বড় হিতৈষী প্রমান করার জন্য এখন পর্যন্ত ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি পাকিস্তান । এদিকে তারব গোপনে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে । গত ১১ মে পাকিস্তানের একটি প্রতিনিধিদল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করে । পাকিস্তানের ১৫ সদস্যের ওই প্রতিনিধি দলে বেশ কয়েকজন পাকিস্তানি আমেরিকান ও ব্রিটিশ-আমেরিকান নাগরিক ছাড়াও ছিলেন পাকিস্তানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন পিটিভির প্রভাবশালী উপস্থাপক আহমেদ কোরেশী । সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে সাক্ষাতের খোলসা করেন খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট । পাকিস্থানের প্রতিনিধি দলটি ইসরায়েলি রাজনীতিবিদদের পাশাপাশি বেশ কয়েকজন ইহুদী ধর্মীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে বলে খবর ।
আইজাক হারজগ বলেছেন, ‘কয়েক সপ্তাহ আগে পাকিস্তানিদের একটি প্রতিনিধি দলকে আমি স্বাগত জানিয়েছি। আমাকে অবশ্যই বলতে হবে যে এটা দারুণ অভিজ্ঞতা ছিল। কারণ আমরা আগে কখনো পাকিস্তানি নেতাদের এত বড় দলকে ইসরায়েলে পাইনি।’ তিনি আরও জানান,এটা প্রমাণ করে যে ইসরায়েলের প্রতি ইসলামি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে ।
পাকিস্তানি দলটির সফরের কথা প্রথম জানায় এএমএমডব্লিউইসি। টুইটারে এক পোস্টে এএমএমডব্লিউইসি পাকিস্তানি দলটির ছবি পোস্ট করে। মার্কিন বিদেশ মন্ত্রণালয় এবং ইজরায়েলপন্থী বেশ কয়েকটি সংগঠনকে ওই পোস্টে ট্যাগ করা হয়। এএমএমডব্লিউইসি ও শারাকার পোস্টে ইসরায়েল সফরের কথা প্রকাশের পর পাকিস্তানে কার্যত তোলপাড় শুরু হয়ে গেছে । ইমরান খানের দল পিটিআই সরকারকে আক্রমণ করে বলেছে,’এই প্রতিনিধিদল আসলে শাহবাজ শরীফের সরকারই পাঠিয়েছে । শাহবাজ শরীফকে তারা ইহুদিদের দালাল বলে অবিহিত করেছে । বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের উদ্যোগ নিয়ে গোটা ইসলামী বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শাহবাজ শরীফ । ইমরান খান বলেন, ‘পাকিস্তান ইসরায়েল থেকে যতই দূরে থাকার ভান করুক না কেন, কিন্তু কোনো লাভ দেখতে পেলে এই সরকার যেকোনো চুক্তি করতে পারে ।’
পাকিস্তানের মানবাধিকার বিষয়ক প্রাক্তন মন্ত্রী ও পিটিআই নেত্রী শিরিন মাজারি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে আমদানিকৃত সরকার তাদের অভিভাবকের দেওয়া নির্দেশনা বাস্তবায়ন করতে লজ্জাজনক আনুগত্য প্রদর্শন করছে ।’।