এইদিন ওয়েবডেস্ক,দাঁইহাট,০৫ জানুয়ারী : আইপিএলের ধাঁচে ক্রিকেট লিগ শুরু হল পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরে । স্থানীয় এলাকা, কলকাতা,আসানশোল শিল্পাঞ্চল ছাড়াও ঝাড়খণ্ড , বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মুম্বাই, দিল্লি প্রভৃতি রাজ্য থেকেও ভাড়া করে ক্রিকেটারদের নিয়ে আসা হয়েছে । মোট ৮ দলকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। আর এই টুর্নামেন্ট ঘিরে মেতেছেন এলাকার বাসিন্দারা ।
দাঁইহাট তরুণ দলের আয়োজনে দাঁইহাট হাইস্কুল মাঠে এই ক্রিকেট প্রতিযোগিতাটি শুরু হয়েছে । মঙ্গলবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হয় । উদ্বোধন করেন দাঁইহাট পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন শিশির মণ্ডল । এদিন উদ্বোধনী ম্যাচটি হয় ‘ফায়ার আ্যন্ড আইস ১১’ বনাম ‘শুভঙ্কর রেল ইউনিট’ এর মধ্যে । সোনার কয়েন দিয়ে টস করা হয় । প্রথমদিনেই দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মত ।
টুর্নামেন্টে বেশ কিছু নিয়মকানুন লাগু করা হয়েছে । তার মধ্যে প্রতি দলে তিনজনের বেশি ভিনরাজ্যের খেলোয়ার রাখা যাবে না বলে আয়োজন ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে । পাশাপাশি জানানো হয়েছে, চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার টাকা ও বিজিতকে ৩০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে । এছাড়া বিশেষ দক্ষতার জন্য খেলোয়াড়দের পুরষ্কৃত করা হবে । আগামী ১৫ জানুয়ারি ফাইন্যাল খেলাটি হবে বলে জানা গেছে ।।