এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৯ মে : বোরখার ব্যবহার,মেয়েদের ১৪ বছরের উর্ধে স্কুলে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) । কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করেছে কট্টর মুসলিম সংগঠন তালিবান । তাদের কথায় ইসলামী রীতি অনুযায়ী সঙ্গতিপূর্ণ এই সমস্ত নিষেধাজ্ঞা ।
আফগান মহিলাদের অধিকার সুরক্ষিত করতে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ । গত মঙ্গলবার এনিয়ে বৈঠকে বসেছিল নিরাপত্তা পরিষদের ১৫ জন প্রতিনিধি । সহমতের ভিত্তিতে ওই প্রস্তাব পাশ হয় । প্রস্তাবে বলা হয়েছে, আফগান মেয়েদের মানবাধিকার খর্ব করছে দেশটির তালিবান সরকার। মেয়েদের সাংবিধানিক স্বাধীনতাও কেড়ে নেওয়া হচ্ছে। অবিলম্বে এই ধরনের নীতি প্রত্যাহার করতে হবে। গত আগস্টে ক্ষমতায় আসার পরে এখন পর্যন্ত মেয়েদের হাইস্কুলে যাওয়ার অনুমতি দেয়নি তালিবান । এ ব্যাপারে নিরাপত্তা পরিষদ বলেছে, শীঘ্রই মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দিতে হবে। কিছুদিন আগেই আফগান মহিলাদের নির্দেশ দেয়, ঘরের বাইরে হিজাব ব্যবহার করতে হবে । সেই নির্দেশেরও নিন্দা জানিয়েছে জাতিসংঘ । যদিও সেই প্রস্তাবকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে কট্টরপন্থী তালিবান ।
তালিবানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেছেন,’যেহেতু আফগানিস্তানের জনগণ প্রধানত মুসলিম, তাই আমাদের সরকার ইসলামিক হিজাব পালনকে সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুশীলনের সাথে সঙ্গতিপূর্ণ বিবেচনা করে ।’ প্রসঙ্গত,জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেটের ১১ দিনের আফগানিস্তান সফরের পরেই তালিবানের এই বিবৃতি এসেছে । সফরকালে তিনি আফগানিস্তানে মানবাধিকারের অবক্ষয় এবং জনজীবন থেকে মহিলাদের সরিয়ে ফেলার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিলেন ।।