দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ মে : মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । সংঘর্ষে মোট ৬ জন আহত হয়েছে । ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে । স্থানীয় সুত্রে জানা গেছে, মারুতির চালক নুরশেদ শেখের বাড়ি মূর্শিদাবাদের সালার থানা এলাকায় । এদিন তিনি ভরতপুর থানা এলাকার বাসিন্দা সোয়েদা বিবি নামে এক অসুস্থ মহিলাকে বর্ধমানের অনাময় সুপার স্পেসালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন । সঙ্গে ছিলেন হানিফা বেগম ও তাজ শেখ নামে রোগীর দুই আত্মীয় । দুপুর নাগাদ তাঁরা বাড়ি ফিরছিলেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাজামুল হক বলেন, ‘বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ধরে কাটোয়ার মুখে যাচ্ছিল মারুতিটি । বিপরীত দিক থেকে আসছিল দুই বাইক আরোহী । মারুতি ও বাইকের গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল । ভাতারের বেলেন্ডার মোড়ের কাছাকাছি আসতেই মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । মারুতি ও বাইক মিলে ৬ আরোহীই আহত হন ।’
জানা গেছে,দূর্ঘটনাস্থল থানার অদূরে হওয়ায় অ্যাম্বুলেন্স নিয়ে পুলিশ চলে আসে । আহতদের তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে দুই বাইক আরোহী ও মারুতীর এক যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে । তবে বাইক আরোহীদের পরিচয় জানা যায়নি । তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।।