এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ মে : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের বাসিন্দা এক সাংবাদিকের বাইক থেকে সাপ উদ্ধারের ঘটনায় হুলুস্থুল পড়ে গেল এলাকায় । জানা গেছে, ভাতার বাজারের সুকান্ত পল্লি এলাকায় বাড়ি ধীমান রায় নামে ওই সাংবাদিকের । তিনি একটি দৈনিক সংবাদপত্রে স্টাফ রিপোর্টার । শনিবার সকালে ধীমানবাবু খবর সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বাইকে চড়ে কিছুটা এগুতেই তাঁর স্ত্রী বুল্টিদেবী রক্তের ফোঁটা পড়ে থাকতে দেখেন । ভালোভাবে লক্ষ্য করতেই সাপের লেজের কাটা অংশ নজরে পড়ে তাঁর ।
ধীমান রায় বলেন, ‘সম্ভবত বাইকের চেনে লেগে সাপটির লেজ টুকরো হয়ে গেছে । চেনের মোবিলে মাখামাখি হয়ে হওয়া যাওয়ায় ওই দেহাংশ দেখে মনে হয়েছিল সাপটি সম্ভবত ডোমনা চিতি বা কালাচ প্রজাতির । তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম ।’
দেখুন ভিডিও :
জানা গেছে,এরপর কোনও রকমে বাইকটিকে হাঁটিয়ে ভাতার বাজারে সেখ মিরাজ নামে জনৈক এক মিস্ত্রির বাইক মেরামতির গ্যারেজে নিয়ে আসেন ধীমানবাবু । বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে বাইকটিকে রেখে সিট খোলেন ওই মিস্ত্রি । তখন সিটের নিচে দেখা যায় সাপটিকে । প্রচুর লোকজন জড়ো হয়ে যায় বাইকটিকে ঘিরে । শেষে সাপটিকে বাইক থেকে বের করা হলে সকলে হাঁফ ছেড়ে বাঁচেন । স্থানীয় পশুপ্রেমী হুম কুমার রানা জানান,সাপটি আদপে চেকার্ড কিলব্যাক(checkered keelback) বা এশিয়াটিক ওয়াটার স্নেক । কলুব্রিডাই (Colubridae) পরিবারের সাবফ্যামিলি ন্যাট্রিসিনাই (Natricinae)-এর প্রজাতির সাপটি । এটি নির্বিষ ।।