এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,২৭ মে : বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শাহী ইদগাহের পর এবার রাজস্থানের আজমীরে মইনুদ্দিন চিশতির দরগাহকে (Moinuddin Chishti Dargah) মন্দির ভেঙে নির্মান করা হয়েছে বলে দাবি করল হিন্দুরা । ‘মহারানা প্রতাপ সেনা’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে একটি চিঠি লেখা হয়েছে । সংগঠনের সর্বভারতীয় সভাপতি রাজবর্ধন সিং পারমারের তরফ থেকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘আজমীরে অবস্থিত জহরত খাজা গরীব নবাজ দরগাহ আমাদের প্রাচীন হিন্দু মন্দির । ওখানে দেওয়াল এবং দরজা জানালায় স্বস্তিক চিহ্নসহ হিন্দু ধর্মের অনান্য নিদর্শন পাওয়া গেছে । মহারানা প্রতাপ সেনার তরফ থেকে আপনার কাছে অনুরোধ করা হচ্ছে যে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগকে (এএসআই) দিয়ে দরগা কমপ্লেক্সের জরিপ করা হোক । আর জরিপের পর প্রমান পাওয়া যাবে ওটি আদপে একটি হিন্দু মন্দির ছিল ।’
পারমার জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে তদন্ত না হলে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। তারপরেও কোনো সুরাহা না হলে বৃহত্তর আন্দোলন নামবেন । এদিকে ওই দাবি উঠতেই বৃহস্পতিবার দরগাহ পরিদর্শনে যান আজমীরের এডিএম (শহর) ভাবনা গর্গ । হিন্দুদের দাবির পর থেকেই কাঠামোর চারপাশে বিপুল সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে ।।