এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ মে : কয়লা পাচার মামলায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সিবিআই দপ্তরে হাজিরা আজ । শুক্রবার সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সাথে করে ব্যাঙ্ক লেনদেন, পাসবুক, পাসপোর্ট, অন্যান্য পরিচয় প্রমাণ এবং তার ব্যবসার সাথে সম্পর্কিত নথিপত্র নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছে সিবিআই । এদিকে তার আগে লালা ঘনিষ্ঠ গুরুপদ মাজিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ শওকত মোল্লাকে জেরার ঠিক আগেই ইডির হাতে গুরুপদ মাজির গ্রেফতারি যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত,পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শুরু হয়েছিল কয়লা কেলেঙ্কারি । তারপর ধীরে ধীরে দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া, ক্যানিং প্রভৃতি এলাকার সঙ্গে এর যোগসূত্র বেড়িয়ে আসে । আসানসোল, বাঁকুড়া সহ রাজ্যের একাধিক জায়গাতে তল্লাশি চালায় সিবিআই । গ্রেফতার করা হয় লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ী নারায়ণ নন্দ, গুরুপদ মাজি, নিরোদ মণ্ডল ও জয়দেব মণ্ডলকে । অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জেরা করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ।।