দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৬ মে : হেফাজতে নেওয়া দুই কুখ্যাত দুষ্কৃতীকে জেরা করে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুকচাঁদ সেখ ওরফে আলতাব সেখ এবং হাসমত সেখ ওরফে বচ্চন । ধৃতদের কাছ থেকে মোট ৪ টি আধুনিক আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । তার মধ্যে ১২ বোরের পিস্তলের এক রাউন্ড এবং থ্রি নট থ্রি রাইফেলের ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । এদিকে এলাকা থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
পুলিশ সুত্রে খবর,অপরাধমূলক কাজের জন্য সম্প্রতি কেতুগ্রাম থানার নতুনগ্রামের বাসিন্দা মৃত ছামের আলী সেখের ছেলে সুকচাঁদকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নেয় । জেরায় সুকচাঁদের কাছ থেকে পুলিশ হাসমতের নাম জানতে পারে । তাকেও হেফাজতে নিয়ে দু’জনকে ম্যারাথন জেরা শুরু হয় । শেষে সুকচাঁদের কাছ থেকে তিনটি ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র,১২ বোর পিস্তলের এক রাউন্ড কার্তুজ এবং থ্রি নট থ্রি রাইফেলের ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয় । বাকি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় হাসমত সেখের কাছ থেকে ।
পুলিশ জানিয়েছে,ধৃতরা আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি কি উদ্দেশ্যে এবং কোথা থেকে সংগ্রহ করে ছিল তা জানার চেষ্টা চলছে । পাশাপাশি এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।।