এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৫ মে : বাংলাদেশ নয়,এবার মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটল আসামে । মঙ্গলবার গভীর রাতে আসামের গুয়াহাটির ভেটাপাড়ায় সুধা কাঁথা রোডের(Sudha Kantha road) পাশে শিব মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা । তারা শিবলিঙ্গ এবং ভগবান শিবের মূর্তি ভাঙচুর করে ড্রেনে ফেলে দেয় । পরে দূষ্কৃতীরা বশিষ্ট থানার অন্তর্গত একটি গনেশ মন্দিরেরও চড়াও হয়েছিল । কিন্তু মন্দিরের লোহার গ্রিল থাকায় তারা ভিতরে ঢুকতে পারেনি । বাইরে রাখা একটি গনেশ মূর্তি ফেলে দিয়ে পালিয়ে যায় । বুধবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । পরে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ ।
স্থানীয় বাসিন্দা ববি তালুকদারের কথায়, ‘কিছু দূষ্কৃতী আমাদের ধর্মের উপর আঘাত হানতে চাইছে । আমাদের ধর্ম সম্প্রদায়ের কোনো মানুষ এই ধরনের ঘৃণ্য কাজ কখনই করতে পারে না । আমাদের দাবি পুলিশ অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিক ।’ গুয়াহাটি পুলিশের ডিসিপি সুধাকর সিং বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি । অভিযুক্তদের খুব দ্রুত গ্রেফতার করা হবে ।’।