দিব্যেন্দু রায়,কাটোয়া,২৫ মে : এক নবজাতকের মৃতদেহ প্লাস্টিকের প্যাকেটে ভরে হাসপাতালের ঝোপের মধ্যে কেউ ফেলে দিয়ে পালিয়েছিল । সেই প্যাকেটটি ঝোপ থেকে টেনে এনে নবজাতকের দেহ বের করে খুবলে খেলো পথ কুকুরের দল । বুধবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের এই দৃশ্য দেখে শিহরিত হয়ে ওঠেন হাসপাতালে আগত রোগী ও রোগীদের পরিজনেরা । পরে ঘটনার কথা জানতে পেরে হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে পুলিশ এসে শিশুর দেহাংশ এবং ওই প্যাকেটটি উদ্ধার করে নিয়ে যায় । প্যাকেটটিতে ভাতারের বলগোনার ঠিকানা লেখা রয়েছে বলে জানা গেছে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ।
হাসপাতাল সুত্রে জানা গেছে,প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছে গত রবিবার এক প্রসূতি কাটোয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন । পরের দিন তিনি এক মৃত শিশুর জন্ম দেন । সৎকারের উদ্দেশ্যে শিশুর দেহটি নেওয়ার জন্য হাসপাতালে আবেদন জানিয়েছিল প্রসূতির পরিবার । আবেদনের ভিত্তিতে শিশুর মৃতদেহটি তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল । কিন্তু সৎকার না করেই তারা শিশুর দেহটি প্যাকেটে ভরে মর্গের পিছনে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল বলে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,এদিন দুপুর প্রায় বারোটা নাগাদ একদল কুকুর ঝোপের মধ্য থেকে প্যাকটটি বের করে আনে । তারপর শিশুর দেহটি প্যাকেটের ভিতর থেকে বের করে খুবলে খেতে শুরু করে । কেউ কিছু বুঝে ওঠার আগেই শিশুর দেহের নিম্নাংশ এবং ডান হাতটি খুবলে খেয়ে নেয় হিংস্র কুকুরের দল ৷ তারপর আশপাশের লোকজন কুকুরগুলিকে তাড়িয়ে দিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেয় । হাসপাতাল সুপার ডাঃ সৌভিক আলম বলেন,’মৃত শিশুটি রবিবার ভর্তি হওয়া ওই মহিলারই কিনা তা খতিয়ে দেখা হবে ।’।