এইদিন ওয়েবডেস্ক,ম্যাঙ্গালুরু,২৫ মে : কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে মালালি জুমা মসজিদে ( Malali Juma Masjid) সংস্কারের কাজের সময় হিন্দু মন্দির-সদৃশ স্থাপত্য নকশা পাওয়া গেছে বলে বলে দাবি করা হচ্ছে । এই কারনে এনিয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্য থেনকুলীপাডির (Thenkulipadi) শ্রী রামাঞ্জনেয়া ভজন মন্দিরে (Ramanjaneya Bhajana Mandira) ‘তাম্বুলা প্রশনে’ (Tambula Prashne) আয়োজন করেছে হিন্দু সংগঠনগুলি । তার আগে মালালি জুমা মসজিদে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে প্রশাসন । মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৮ টা পর্যন্ত উপাসনালয় থেকে ৫০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা লাগু করা হয়েছে ।
জানা গেছে,ম্যাঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত মালালি জুমা মসজিদটি । গত বছর এপ্রিল নাগাদ মসজিদের সংস্কারের কাজের জন্য খোঁড়াখুঁড়ি করা হয়েছিল । ২১ এপ্রিল মসজিদের নীচে একটি হিন্দু মন্দির-সদৃশ স্থাপত্য নকশা পাওয়া যায় বলে দাবি । ফলে এনিয়ে বিতর্কের সৃষ্টি হয় । তখন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতারা নথিপত্র যাচাই না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানান। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । মামলাটি এখনও আদালতের বিচারাধীন রয়েছে ।
এদিন ‘তাম্বুল প্রশনে'(Tambula Prashne)র আয়োজন করে হিন্দু সংগঠনগুলি । উল্লেখ্য ‘তাম্বুল প্রশনে’ হল একটি হিন্দু রীতি । কোনো বিষয়ে জানতে জ্যোতিষীর দ্বারস্থ হতে হলে রীতি অনুযায়ী পান, সুপারি, ফুল,সুগন্ধি/ধূপকাঠি, হলুদ, কুমকুম (সিঁদুর), দক্ষিণা (মুদ্রা), নারকেল, কলা এবং এই জাতীয় অন্যান্য উপহার সামগ্রী নিয়ে যেতে হয় । তবে তার আগে ডেপুটি কমিশনার কে ভি রাজেন্দ্র মঙ্গলবার বিতর্কিত ওই বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে একটি বৈঠক করেছিলেন বলে জানা গেছে ।।