এইদিন ওয়েবডেস্ক,২৪ মে : গত বছর বিশ্বজুড়ে বিশেষ করে সৌদি আরব ও ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল । রিপোর্ট অনুযায়ী গত বছর ১৮ টি দেশে কমপক্ষে ৫৭৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল । যা ২০২০ সালের থেকে ২০ শতাংশ বেশি । আর এই রেকর্ড উত্থানের পিছনে দায়ি ইরান । কারন শুধুমাত্র ইরানেই ৩১৪ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল । যা ২০২০ সালের থেকে ২০ শতাংশ বেশি । ২০২০ সালে ২৪৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ইরান ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানে মাদক সংক্রান্ত মৃত্যুদণ্ডের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে । ইরানে মহিলাদের মৃত্যুদণ্ডের কথাও উল্লেখ রয়েছে রিপোর্টে । অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও বলেছে যে সৌদি আরবে মৃত্যুদণ্ডের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে । চলতি বছরের মার্চ মাসে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সৌদি আরবে । পাশাপাশি গত বছর প্রায় ৯০ জনের মৃত্যুদণ্ড দিয়েছিল মিয়ানমার । তালিকায় রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, মিশর পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের নাম ।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড (Agnes Callamard)
বলেছেন,’২০২০ সালে মৃত্যুদণ্ডের মোট সংখ্যা হ্রাসের পরে ইরান এবং সৌদি আরব আবারও গত বছর তাদের মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়িয়েছে । যার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে প্রণীত নিষেধাজ্ঞাগুলি নির্লজ্জভাবে লঙ্ঘন করা হয়েছে ।’ ইরান ও সৌদি আরবে মৃত্যুদণ্ডের ক্রম বৃদ্ধির ধারা ২০২২ সালের প্রথম মাসগুলিতেও অব্যাহত ছিল বলে তিনি জানান ।।