দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ মে : বাবা-মার স্মৃতির উদ্দেশ্যে একটি অনাথ আশ্রম নির্মান করছেন বর্ধমান শহরের বাসিন্দা কলেজশিক্ষক উৎপল রায়। ভাতার থানার শকড়া গ্রামে ‘অসিত কমলা ট্রাষ্ট’ নামে প্রস্তাবিত ওই অনাথ আশ্রমের ভবন নির্মানের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে । মঙ্গলবার সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল । শতাধিক স্থানীয় গ্রামবাসী শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুনাড়া পঞ্চায়েতের উপপ্রধান মনোয়ার ইসলামসহ বিশিষ্টজনেরা । অনাথ আশ্রমের জন্য শকড়া গ্রামে একটি পুকুরপাড়ে বেশ কিছু জায়গা কিনেছেন উৎপল রায়। তিনি জানিয়েছেন, মূলত অসহায় মহিলা ও শিশুদের জন্য আশ্রমটি নির্মানের পরিকল্পনা নিয়েছেন ৷ আশ্রমিকদের শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থানের পাশাপাশি ফাঁকা জমিতে শষ্য,শব্জি চাষ এবং পুকুরে মাছ চাষেরও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উৎপলবাবু ।।