এইদিন ওয়েবডেস্ক,দাভোস,২৪ মে : যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে মুখোমুখি বসতে চান জেলেনস্কি । সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন ।
জেলেনস্কি জানান,পুতিনই রাশিয়ার একমাত্র কর্মকর্তা । কারন রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট । তাঁকে ছাড়া এ যুদ্ধের সমাপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না । তাই রাশিয়ার প্রেসিডেন্ট ছাড় আর কারও সঙ্গে কোনো ধরনের বৈঠক ফলপ্রসূ হবে না । জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ বন্ধ করার বিষয়ে পুতিনের সঙ্গেই একমাত্র আলোচনা হতে পারে। অন্য কারও সঙ্গে বৈঠকের কোনো ভিত্তি নেই ।’
পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে । কিন্তু কোনো সমাধান সূত্র বের হয়নি । আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে । এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ।।