এইদিন ওয়েবডেস্ক,২৪ মে : মাঙ্কিপক্স নিয়ন্ত্রণযোগ্য। এটি কোভিডের মত সংক্রামক নয় বলে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) । সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন,মাঙ্কিপক্সে বিশ্বজুড়ে আরও মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও রোগটির বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব । আগামী কয়েক সপ্তাহে আরও বেশি সংখ্যক মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারে বলে তাঁদের আশঙ্কা । তার আগে বিশ্বের প্রতিটি দেশকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,কোভিড বা অন্যান্য ভাইরাসজনিত রোগের মত এটি ছোঁয়াচে নয় । আক্রান্ত ব্যক্তি থেকে অন্যের শরীরে চট করে এটি ছড়ায় না । ছড়াতে খুবই ঘনিষ্ঠ শারীরিক স্পর্শের প্রয়োজন হয় । এছাড়া এটা কোভিডের মতো বেশির ভাগ ক্ষেত্রে মৃদু বা উপসর্গহীন নয়। বরং মাঙ্কিপক্সে আক্রান্ত হলে বিশেষ কিছু অসুস্থতার লক্ষ্মণ দেখা যাবে । শরীরে ফোস্কার মতো গুটি দেখা দেবে । তাই কেউ এই রোগে আক্রান্ত কি-না তা জানতে পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে না । এই রোগের টিকা এখনও সহজলভ্য না হলেও গুটিবসন্তের টিকা দিয়ে এ ভাইরাস প্রায় ৮৫ শতাংশ প্রতিরোধ করা সম্ভব । মাঙ্কিপক্স প্রতিরোধের জন্য সবার টিকা নেওয়াও প্রয়োজন নেই বলেও মত ডব্লিউএইচও বিশেষজ্ঞদের ।
সোমবার সাংবাদিক সম্মেলন করে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ মারিয়া ভ্যান কারখভ বলেন, ‘মানুষ থেকে মানুষে যাতে এই ভাইরাস না ছড়ায় সেদিকে আমাদের নজর দিতে হবে ।’ তবে অল্প সময়ের মধ্যে বহু মানুষের মধ্যে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা কম বলে তিনি জানান । উল্লেখ্য, আফ্রিকার বাইরে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৬টি দেশে । এসব দেশ মিলে রোগীর সংখ্যা বর্তমানে শতাধিক । আফ্রিকায় এই ভাইরাসের সংক্রমণ ছাড়ায় প্রায়শই। তবে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এতদিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি । কিন্তু সাম্প্রতিক কাল থেকে আমেরিকা, ব্রিটেনসহ পশ্চিমি দেশগুলিতে মাঙ্কিপক্সে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে ।।
ছবি : টুইটার ।