এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৩ মে : ‘এসএসসি দূর্নীতির নায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদানকে অর্জুন সিংয়ের কাছে মৃত্যুর সমান’ বলে কটাক্ষ করলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ অর্জুন সিংয়ের দলবদল প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন সৌমিত্র । তিনি বলেন,’যে ভাইপো বাংলার কয়লা খাদনে,যে ভাইপো এসএসসি দূর্নীতির নায়ক,সেই ভাইপোর হাত ধরে অর্জুন সিংয়ের যোগদান একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল । বিষয়টি হল,বিরোধী দলের সঙ্গে যুক্ত কোনো রাজনীতিবিদ যদি ব্যবসা করেন তাহলে এরাজ্য তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়া হবে ৷ তাঁকে তৃণমূলে যেতেই হবে । বাংলার ডেঁপো ভাইপোকে পশ্চিমবঙ্গের মানুষ এর জবাব দেবে ।’
তিনি বলেন,’অর্জুনদার বিরুদ্ধে এত মামলা করেছে যে অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য তিনি তৃণমূলে যেতে বাধ্য হয়েছেন । কারন ওনার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল । তৃণমূল ‘ঘিরে ধরো নীতি’ প্রয়োগ করে অর্জুন সিংহের বাংলার সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়েছিল ।’ এসএসসি র নিয়োগ দূর্নীতি থেকে মানুষের নজর অন্য দিকে ঘোরাতেই এই যোগদান বলে দাবি করেন বিজেপি সাংসদ ।
সৌমিত্র খাঁ বলেন, ‘কিন্তু শিক্ষক নিয়োগ দূর্নীতির যে মূল নায়ক,তার হাত ধরে যোগদান খুবই অন্যায় । ডেঁপো ভাইপো,হরিদাস ভাইপোর হাত ধরে এটা করা উচিত হয়নি ওনার । আমি মনে করি অর্জুনদাকে যুপকাষ্ঠে বলি দেওয়া হল । চোর ভাইপোর হাত ধরে তৃণমূলে যোগ দেওয়াটা অর্জুনদার কাছে মৃত্যুর সমান ।’
এদিন অর্জুন সিংকেও একহাত নিয়েছেন সৌমিত্র খাঁ । তিনি বলেন, ‘উনি নিজের ছেলে পবন সিংহ ছাড়া কাউকে জেতাতে পারেননি ।অর্জুন সিং ২০০০ সাল থেকে কাউন্সিলার ও বিধায়ক । কিন্তু পাট সমস্যা সমাধান করতে পারেননি । সম্প্রতি আমি ও শুভেন্দু অধিকারী অমিত শাহজীকে ধরে মাত্র ১৫ দিনের মধ্যে তা সমাধান করে দিয়েছিলাম ।’ অর্জুন সিংয়ের দলবদলে সেভাবে কোনো প্রভাব পড়বে না বলে জানান সৌমিত্র খাঁ । এই বিষয়ে তিনি বলেন, ‘দলের সাময়িক ক্ষতি হবে । আমরা লড়ে নেবো ।’।