এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৩ মে : জঙ্গলমহল এলাকাকে আলাদা রাজ্য করার দাবি তুললেন বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ জঙ্গলমহলের উন্নয়ন অনুন্নয়নের খতিয়ান তুলে ধরতে সোমবার তিনি বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন । বৈঠকে তিনি বলেন,’রাজ্যে ২৩ টি জেলা ভেঙে ৪৬ টি জেলা করা হলে কেন আমরা আলাদা জঙ্গলমহল রাজ্য চাইবো না । কলকাতার বাবুরা যেভাবে জঙ্গলমহলকে সবদিক থেকে বঞ্চিত করে চলেছে তাতে আমি জঙ্গলমহল রাজ্যের দাবির পক্ষে সহমত। এ ব্যাপারে আমি কেন্দ্রের কাছে দাবি জানাবো ।’
তিনি আরও বলেন, ‘আমাদের এলাকার বালি, পাথর নিয়ে কলকাতায় বাবুদের বাড়ি গড়ে তোলা হচ্ছে । আর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও আসানসোল জেলার স্থানীয় মানুষেরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন । বাঁকুড়া, পুরুলিয়ার মানুষেরা চাকরী পাচ্ছেন না। এই অবস্থায় রাঢ় বঙ্গকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখার কোনো মানে হয়না । তাই রাঢ় বাংলাকে আলাদা রাজ্য করার কথা চিন্তা ভাবনা করা প্রয়োজন ।’ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও আসানসোলকে নিয়ে আলাদা জঙ্গলমহল রাজ্য গঠিত হলে এলাকার মানুষ আরো ভালো পরিষেবা পাবে বলে দাবি করেন সৌমিত্র খাঁ । অন্যদিকে বিজেপি সাংসদের এই দাবিকে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী ।।