এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৩ মে : সোমবার শ্রীনগরে স্থানীয় দুই ‘হাইব্রিড টেরোরিস্ট’কে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ ৷ কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক (Inspector General of Police)বিজয় কুমার এনিয়ে টুইট করে জানিয়েছেন, ‘শ্রীনগর পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বা/টিআরএফ-এর দুই স্থানীয় হাইব্রিড টেরোরিস্টকে গ্রেপ্তার করেছে৷ তাদের কাছ থেকে ১৫ টি পিস্তল, ৩০ টি ম্যাগাজিন, ৩০০ রাউন্ড কার্তুজ এবং একটি সাইলেন্সার সহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।’
বেশ কিছু দিন ধরে ‘হাইব্রিড টেরোরিস্ট’দের নিয়ে জোর চর্চা চলছে উপত্যকায় । কিন্তু কারা এই ‘হাইব্রিড টেরোরিস্ট’ ? পুলিশ সুত্রে খবর,’প্রকৃতপক্ষে হাইব্রিড টেরোরিস্ট’ বলতে সন্ত্রাবাদী সংগঠনের প্রতি সহানুভূতিশীল স্থানীয় ব্যক্তিদের বোঝানো হয় ।এদের ভূমিকাকে খুব মারাত্মক হিসাবে মনে করা হয় । কারন এরা সন্ত্রাসবাদী কার্যকালাপে প্রশিক্ষিত হয় । প্রভুদের নির্দেশ অনুযায়ী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ফের জনজীবনের সঙ্গে মিশে যায় এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকে । ফলে এদের চিহ্নিত করা খুবই কঠিন ।’
লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'(TRF)-এর এমন বহু ‘হাইব্রিড টেরোরিস্ট’ জম্মু কাশ্মীরে রয়েছে বলে আশঙ্কা পুলিশ । শেষ পর্যন্ত এহেন দুই টেররিস্ট পুলিশের জালে ধরা পড়ার ঘটনাকে বড়সড় সাফল্য হিসাবে দেখছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে জম্মু কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ।।