এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ মে : যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফের দলবদল করলেন বারাকপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং । ফিরলেন পুরনো দলে । রবিবার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কার্যালয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হল তাঁর প্রত্যাবর্তন । বাবুল সুপ্রিয় এবং মুকুল রায়ের পরে অর্জুন সিং তৃতীয় হাই-প্রোফাইল নেতা যিনি রাজ্যের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগ দিলেন । ফলে ফের একবার জোর ধাক্কা খেলো গেরুয়া শিবির ।
ভাটপাড়ার তিনবারের বিধায়ক অর্জুন সিং । 2019 সালে লোকসভার টিকিট নিয়ে অসন্তোষের জেরে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান বলে সুত্রের খবর ৷ বিজেপি তাঁকে বারাকপুরের প্রার্থী করে । বারাকপুরের ২ বারের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে হারিয়ে তিনি জয়লাভও করেন । কিন্তু দকে সাংগঠনিক কাজকর্ম নিয়ে নতুন দলের নেতৃত্বদের উপর অসন্তুষ্ট ছিলেন অর্জুন সিং । বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করে দলে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন । অভিযোগ তোলেন বিজেপির পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার বিষয়েও । দলের নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতেও দেখা গিয়েছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদকে । তিন বলেছিলেন, রাজ্য বিজেপি সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে রাজনীতি করতে চায় । কিন্তু মাঠে নেমে দলকে কাজ করতে হবে । অনেকেরই এক অভিমত, কিন্তু কেউ এনিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না ।’
আর তারপর থেকেই অর্জুন সিংয়ের পুরনো দলে প্রত্যাবর্তন নিয়ে জোর জল্পনা চলছিল । শেষে এদিন সোজা ক্যামাক স্ট্রিটে তৃণমূল কার্যালয়ে গিয়ে ফের ঘাসফুল শিবিরে নাম লেখালেন অর্জুন সিং । সোমবার তিনি তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে । পুরনো দলে দ্বিতীয় ইনিংস তিনি নতুনভাবে শুরু করতে চান বলে জানিয়েছে ।।