এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২২ মে : কেন্দ্র সরকার আবগারি শুল্ক কমানোয় দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের দাম এক ধাপে বেশ কিছুটা কমলো । লিটার প্রতি পেট্রোলের উপর আবগারি শুল্ক ৮ টাকা এবং ডিজেলের প্রতি লিটার ৬ টাকা কমিয়েছে কেন্দ্র সরকার । ফলে রবিবার সারা দেশে পেট্রোল লিটার পিছু ৯.৫০ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৭ টাকা কম হয়েছে । এদিকে কেন্দ্র সরকারের দেখে আবগারি শুল্ক কমিয়েছে কেরালার পিনারাই বিজয়ন সরকারও । কেন্দ্রের পর কেরালা হল প্রথম রাজ্য যা পেট্রোল এবং ডিজেলে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে ।
এদিন দেশের মুখ্য শহরগুলির লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম হল : দিল্লিতে পেট্রোল ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকা । মুম্বইয়ে পেট্রোল ১১১.৩৫ টাকা এবং ডিজেল ৯৭.২৮ টাকা কলকাতায় পেট্রোল ১০৬.০৩ টাকা এবং ডিজেল ৯২.৭৬ টাকা প্রতি লিটার । দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাই এই চারটি মেট্রো সিটির মধ্যে শুধুমাত্র দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০০ টাকার নিচে ।
এদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই কেরালা সরকার লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ২.৪১ টাকা এবং ১.৩৬ টাকা কমানোর কথা ঘোষণা করেছে । ফলে অনেকটা স্বতি পেলেন কেরালার বাসিন্দারা ।।