এইদিন ওয়েবডেস্ক,ক্যানবেরা,২২ মে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচনকে ঘিরে একটা চমপ্রদ ঘটনা সামনে এসেছে । ঘটনাটি হল প্রচুর সংখ্যক মানুষ এবার শুধুমাত্র জাঙিয়া পরে ভোট দিতে গিয়েছিলেন । কিন্তু কেন ? কারন শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে । আসুন জেনে নেওয়া যাক ঠিক কি সেই কারন ।
আসলে আসলে অস্ট্রেলিয়ার সাঁতারের পোষাক বাগডি স্মাগলার (Budgy Smaggler) ঘোষণা করেছিল, ‘যে কেউ প্যান্ট ছাড়াই ভোট দিতে যাবে, কোম্পানি তার স্টক থেকে এক জোড়া বিনামূল্যে অন্তর্বাস দেবে ।’ শুধু তাইই নয়, অন্তর্বাস পরে ভোট দেওয়ার ছবি #SmugglersDecide সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার শর্তও দিয়েছিল কোম্পানীটি । আর জোড়া অন্তর্বাসের লোভে জাঙিয়া পরেই ভোট দিতে যাওয়ার হিড়িক পড়ে যায় অস্ট্রেলিয়ায় । শনিবার অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হওয়ায় তীব্র ঠান্ডা ছিল । আর তা উপেক্ষা করেই শুধুমাত্র অন্তর্বাস পড়ে বুথে যান ভোটাররা ।
এদিকে এত বিপুল সংখ্যক মানুষ ওই ‘চ্যালেঞ্জ’ গ্রহন করায় বিপাকে পড়ে গেছে সাঁতারের পোষাক নির্মাতা ওই কোম্পানীটি । বাডগি স্মাগলারের’ মালিক অ্যাডাম লিনফোর্থ বলেন, ‘আমরা ভেবেছিলাম হয়তো একজন বা দুজন এটা করবে । কিন্তু শত শত মানুষ যে বেরিয়ে আসবে তা আমরা কল্পনাও করিনি । এটি বাগডি স্মাগলারের জন্য একটি ব্যয়বহুল দিন হতে চলেছে ।’ তবে কোম্পানীর তরফ থেকে জানানো হয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তাদের সবাইকে সোমবার ভাউচার পাঠানো হবে ৷
শনিবার ছিল অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদের নির্বাচন । ফলাফলের নিরিখে অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছে লেবার পার্টির (Labour Party) নেতা অ্যান্থনি আলবেনিজ (Anthony Albanese)। এদিকে পরাজয়ের দায় স্বীকার করে সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন লিবারেল পার্টির (Liberal Party) নেতা তথা বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন(Scott Morrison)।।