এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,০৩ জানুয়ারী : রবিবার সকালে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার ব্রাহ্মনডিহি গ্রামে । এদিকে এই ঘটনাকে ঘিরে বিজেপি-তৃণমূলের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে । বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীদের ফাঁসানোর উদ্দেশ্যে তৃণমূলের লোকজন বোমাগুলি মজুত রেখেছিল । অন্যদিকে বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল । খবর পেয়ে ঘটনাস্থলে যায় আউশগ্রাম থানার পুলিশ । খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে । শেষে দুর্গাপুর থেকে বোম্ব স্কোয়াডের দল এসে এদিন বিকেল ৫ টা নাগাদ বোমাগুলি নিস্ক্রিয় করে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ব্রাহ্মনডিহি গ্রামের ডিগুলিপুকুর পাড়ে জড়ো করে রাখা বালির মধ্যে ৬-৭ টি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । তাঁরা থানায় খবর দিলে পুলিশবাহিনী গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে । তারপর বিকেল নাগাদ বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম্ব স্কোয়াড ।
ভেদিয়া অঞ্চল তৃণমূল সভাপতি ব্রাহ্মনডিহি গ্রামের বাসিন্দা নাসিরুল শেখের অভিযোগ, “বিজেপির দুস্কৃতীরা বোমাবাজি করে এলাকা অশান্ত করার উদ্দেশ্যে বোমাগুলি মজুত রেখেছিল । তারপর কোনও কারনে বালির গাদায় সেগুলি ফেলে দিয়ে পালিয়ে যায়।”
অন্যদিকে আউশগ্রামে বিজেপির ৫২ নম্বর মণ্ডল সভাপতি নিতাই বিশ্বাস বলেন, ” ব্রাহ্মনডিহি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক যুবক তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছেন । তাদের ফাঁসানোর উদ্দেশ্যেই শাসকদলের লোকজন বোমাগুলি ওখানে রেখে দিয়ে গিয়েছিল । কিন্তু গ্রামবাসীদের নজরে পড়ে যাওয়াও সেই উদ্দেশ্য সফল হয়নি । পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই আসল সত্য সামনে আসবে ।”।