এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২১ মে : জনসভায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সহ সভাপতি মরিয়াম নওয়াজকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান । প্রসঙ্গত,গত ১৯ মে মরিয়াম নওয়াজ সারগোধা জনসভায় কড়া ভাষায় ইমরান খানের সমালোচনা করেছিল । তারই জের টেনে শুক্রবার (২০ মে) মুলতানের সমাবেশে ইমরান বলেন,’বৃহস্পতিবার সারগোধায় মরিয়ামের বক্তব্যেত ভিডিও রেকর্ড কেউ একজন আমাকে পাঠিয়েছেন । ওই ভাষণে সে (মরিয়াম) এমন আবেগ নিয়ে আমার নাম উচ্চারণ করেছে যে, আমি তাকে বলতে চাই-মরিয়াম, দয়া করে সতর্ক হও। তোমার স্বামী মন খারাপ করতে পারে, কারণ, তুমি বারবার আমার নাম বলে যাচ্ছ ।’
এদিকে পাকিস্থানের রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ ইমরান খানের এই বক্তব্যকে
‘ইঙ্গিতপূর্ণ ও নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে সমালোচনায় মুখর হয়েছেন । সমালোচনায় মুখর হয়েছেন মরিয়ামের কাকা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও । তিনি টুইটারে বলেন, মরিয়াম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের ‘নিন্দনীয় ভাষা’ পুরো জাতির, বিশেষ করে, নারীদের তীব্র ভাষায় প্রতিবাদ করা উচিত ।’।