দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২১ মে : বজ্রাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । নিহতের নাম মানিক দাস(৬৯) । তাঁর বাড়ি ভাতার থানার পালাড় গ্রামের দাস পাড়ায় । পেশায় জনমজুর মানিক দাস গবাদি পশু প্রতিপালনও করতেন । মৃতের ছেলে সুকুমার দাস বলেন, ‘শনিবার দুপুরে খাওয়া দাওয়ার পর পালাড় গ্রামের দাস পাড়ার উত্তর দিকের মাঠে গরু চড়াতে গিয়েছিলেন বাবা । তার কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে মেঘ দেখা দেয় । বৃষ্টিপাত না হলেও মাঝে মাঝে বজ্রপাত হচ্ছিল । এদিকে তার বেশ কিছুক্ষন পর অন্ধকার হয়ে গেলেও বাবা ফিরছেন না দেখে আমরা মাঠে খুঁজতে যাই । তখন ফাঁকা মাঠের মধ্যে বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।’
জানা গেছে,এদিন বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ পালাড় গ্রামের দাসপাড়ার দিকে প্রচন্ড শব্দে একটি বজ্রপাত হয় । আর তখন ফাঁকা মাঠে গরু চড়াচ্ছিলেন মানিক দাস । সেই সময়েই বজ্রপাতে তাঁর মৃত্যু হয় বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের । তবে গবাদি পশুগুলো সুস্থই আছে বলে জানা গেছে । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।।