এইদিন ওয়েবডেস্ক,২১ মে : বিশ্বের ১১ টি দেশে ৮০ জনের শরীরে মাঙ্কি পক্সের লক্ষ্মণ পাওয়া গেছে বলে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । সন্দেহভাজন আরও ৫০ জনের পরিক্ষা নিরীক্ষা চলছে । ফলে সংখ্যা আরও বাড়তে পারে বলে শুক্রবার হু-এর তরফ থেকে জানানো হয়েছে । তবে কোন কোন দেশে মাঙ্কি পক্সের সংক্রমণ পাওয়া গেছে তা জানানো হয়নি ।
সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সে আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এতদিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি । কিন্তু সাম্প্রতিক সময় থেকে একে একে ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়ায় প্রভৃতি পশ্চিমি দেশগুলিতে মাঙ্কিপক্স-এ আক্রান্তের সন্ধান পাওয়া গেছে । ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনের ওয়েস্টমিনস্টারে আক্রান্তের প্রথম সন্ধান পাওয়া যায় । আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছেন বলে জানা গেছে ৷
উত্তর আমেরিকা এবং ইউরোপের স্বাস্থ্য দপ্তর মে মাসের শুরু থেকে মাঙ্কিপক্সের কয়েক ডজন সন্দেহভাজন বা নিশ্চিত কেস সনাক্ত করেছে । পাশাপাশি আফ্রিকার কিছু অংশে এই রোগটি ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে । স্পেন এবং পর্তুগাল ৪০ টিরও বেশি সম্ভাব্য এবং যাচাইকৃত কেস সনাক্ত হয়েছে । কানাডা সর্বশেষতম দেশ হিসাবে জানিয়েছে মাঙ্কিপক্সের এক ডজনেরও বেশি সন্দেহভাজনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষণ চলছে । ব্রিটেনে ৬ টি নিশ্চিত কেস চিহ্নিত হয়েছে । ১৮ মে আমেরিকা প্রথম মাঙ্কিপক্স আক্রান্তকে চিহ্নিত করেছে । বলা হচ্ছে ম্যাসাচুসেটসের পূর্ব রাজ্যের একজন ব্যক্তি কানাডায় যাওয়ার পরে সম্প্রতি বাড়ি ফিরলে তার শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে । ভারতের কেরালাতেও এই সংক্রমণ পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যম সুত্রের খবর ।
যদিও দু’একটি ঘটনা বাদ দিলে মাঙ্কিপক্সে সুস্থতার হার যথেষ্ট বেশি । কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ্য হয়ে ওঠে আক্রান্তরা । তবে চলতি গ্রীষ্মের কারনে এর সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হ্যানস ক্লুজ । তিনি সতর্ক করে বলেন, ‘গ্রীষ্মকাল শুরু হয়েছে । জনসমাগম, উৎসব ও আয়োজনের কারণে রোগটির আরও বিস্তার ছড়ানো নিয়ে আমি উদ্বিগ্ন ।’।