এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২০ মে : পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে লোহার আকরিক বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়া জেলায় । বৃহস্পতিবার রাতে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাঁকুড়া সদর থানার মুড়রা এলাকার এই ঘটনায় উভয় গাড়ির চালক গুরুতর জখম হয়েছে । খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে । গাড়ি দুটি আটক করেছে পুলিশ ।
জানা গেছে,বৃহস্পতিবার রাতে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার দিক থেকে ধলডাঙ্গা মোড়ের দিকে যাচ্ছিল পাথর বোঝাই ডাম্পারটি । বিপরীত দিক থেকে আসছিল লোহার আকরিক বোঝাই লরিটি । দুটি গাড়িই প্রবল বেগে চালানো হচ্ছিল বলে অভিযোগ । বাঁকুড়ার মুড়রা গ্রামের কাছে আসতেই গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । মুখোমুখি সংঘর্ষ হয় । দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর জখম হয় দুই গাড়ির চালক । প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় । দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে সরানোর ব্যবস্থা করলে পরিস্থিতি স্বাভাবিক হয় । স্থানীয়দের অভিযোগ,যানবাহনের গতি নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি না থাকায় প্রায়ই এই ধরনের দূর্ঘটনা ঘটছে ।।