এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ মে : রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি ২০১৮ সালে শিক্ষক পদে যোগ দেওয়ার পর থেকে যত বেতন পেয়েছেন তস দুই কিস্তিতে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অঙ্কিতাকে । আগামী ৭ জুনের মধ্যে প্রথম কিস্তির টাকা ফেরত দিতে হবে মন্ত্রী কন্যাকে ।
উল্লেখ্য,একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের জন্য স্টেট লেভেল সিলেকশন টেস্টের ফলাফলে কারচুপি করে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ । কলকাতা হাইকোর্টে মামলাকারী ববিতা সরকার নামে এক পরীক্ষার্থী যেখানে ৭৭ নম্বর পেয়েছিলেন সেখানে মন্ত্রীকন্যার প্রাপ্ত নম্বর ছিল ৬১ । এছাড়া ববিতা সরকার পারসোন্যালিটি টেস্ট দিলেও অঙ্কিতাকে ওই পরীক্ষা দিতেই হয়নি । ফলে মেধা তালিকায় ২০ নম্বরে নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র মন্ত্রীকন্যাকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যায় ববিতা সরকারের । শুধু মন্ত্রীকন্যাই নয়,এভাবে ফলাফলে কারচুপি করে মনি দাস নামে আরো একজনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । শেষে এদিন হাইকোর্ট মন্ত্রী কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করে ।
এই মামলায় বৃহস্পতিবার সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী । শুক্রবারেও তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তাই এদিন সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসে হাজির হন মন্ত্রী । পাশাপাশি শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় পপার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করল সিবিআই । আগামী সপ্তাহে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।।