দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২০ মে : বেআইনিভাবে মজুত বিপুল পরিমান কেরোসিন তেল উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । বৃহস্পতিবার রাতে ভাতার থানার বলগোনা বাজারের একটি গোডাউনে হানা দিয়ে পুলিশ ৩৩ ব্যারেল ( প্রতিটি ২০০ লিটারের) কেরোসিন উদ্ধার করেছে । এই ঘটনায় গোডাউন মালিকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । আটক করা হয়েছে একটি পিক আপ ভ্যান । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম অশেষ পাল ও মোল্লা নাসিরউদ্দিন। ধৃতদের মধ্যে প্রথমজন গোডাউনের মালিক । তাঁর বাড়ি ভাতার থানার বলগোনা বাজারে । অন্যদিকে পিক আপ ভ্যানের চালক নাসিরউদ্দিন বলগোনা অঞ্চলের সন্তোষপুরের বাসিন্দা ।
পুলিশ সুত্রে খবর,পুলিশ জানতে পারে বিভিন্ন এলাকা থেকে কেরোসিন সংগ্রহ করে অবৈধভাবে নিজের গোডাউনে মজুত করে রাখতেন অশেষ পাল । পরে সেই কেরোসিন বিক্রি করা হত বাস,লরি ও চার চাকা গাড়ি,মোটরভ্যান চালকদের । এই খবর পাওয়ার পর থেকেই ওই গোডাউনের উপরে গোপনে নজর রাখছিল পুলিশ । বৃহস্পতিবার রাতে মোল্লা নাসিরউদ্দিন তাঁর পিক আপ ভ্যানে কেরসিনের ব্যারেল তোলার সময় পুলিশবাহিনী গিয়ে হাতেনাতে ধরে ফেলে । ৩৩ ব্যারেল কেরোসিন উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় গোডাউন মালিক ও পিক আপ ভ্যান চালককে । শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় । কোথা থেকে ওই বিপুল পরিমান কেরোসিন তেল সংগ্রহ করা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ।।