এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,০৩ জানুয়ারী : দুঃস্থ পরিবারের শিশুদের নিয়ে পিকনিকের আয়োজন করল ভাতাড় থানার পুলিশ । রবিবার ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ৬০ – ৬৫ জন আদিবাসী শিশুর জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় । মেনুতে ছিল ভাত, মাংস,তরকারি ও মিষ্টি । পুলিশ কাকুদের সঙ্গে পিকনিকের আনন্দ উপভোগ করে খুশি কচিকাঁচার দল ।
ভাতাড় ব্লকের ওড়গ্রাম জঙ্গলমহল পিকনিক স্পট বলে পরিচিত । প্রতি বছর শীতের মরশুমে দুরদুরান্তের মানুষ এখানে পিকনিকের জন্য ভিড় জমান । বিশেষ করে বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ভিড় সব থেকে বেশি থাকে। আর এই সময়টা স্থানীয় এলাকায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত গরিব পরিবারের শিশুদের কাছে ভীষণ প্রিয় । কারন তারা সরল মনে পিকনিকের দলগুলির কাছে ঘুরে ঘুরে মুখরোচক খাবার চেয়ে বেড়ায় ।
জানা গেছে, ওই সমস্ত শিশুদের এভাবে খাবার চেয়ে বেড়ানোর বিষয়টি জানতে পারেন ভাতাড় থানার ওসি প্রনব বন্দ্যোপাধ্যায় । তার পরেই প্রনববাবুর উদ্যোগে এদিন ওই সমস্ত আদিবাসী কচিকাঁচাদের জন্য পিকনিকের আয়োজন করা হয় ।।